শা'বান মাসের চাঁদ দেখা গেছে
৩০/০১/২০২৫
বেলডাঙ্গা জলিলিয়া হেলাল কমিটির পক্ষ থেকে জনসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আজ ২৯শে রজব ১৪৪৬ হিজরী মোতাবেক ৩০/০১/২০২৫ বৃহস্পতিবার মাগরিব বাদ দেশের বিভিন্ন স্থান থেকে শা'বান মাসের চাঁদ দেখার খবর পাওয়া গেছে।
ফলে আগামী কাল ৩১/০১/২০২৫ শুক্রবার শা'বান মাসের প্রথম তারিখ হবে, ইনশা আল্লাহ।
জুমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখা যায়নি
জলিলিয়া হিলাল কমিটির পক্ষ থেকে জনসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আজ ২৯শে জুমাদাল উলা ১৪৪৬ হিজরী মোতাবেক ০২/১২/২০২৪ সোমবার মাগরিব বাদ চাঁদ দেখার যথার্থ চেষ্টা করা হয়েছে। কিন্তু চাঁদ দেখা যায়নি। অনুরূপভাবে দেশের কোন স্থান থেকে নির্ভরযোগ্য সূত্রে চাঁদ দেখার কোন সংবাদ পাওয়া যায়নি।
অতএব আগামী ০৩/১২/২০২৪ মঙ্গলবার জুমাদাল উলা মাসের ৩০ তারিখ হবে, এবং ০৪/১২/২০২৪ বুধবার, জুমাদাল আখিরাহ মাসের প্রথম তারিখ হবে, ইনশা আল্লাহ।
ধন্যবাদান্তে
জলিলিয়া হেলাল কমিটি
